নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বড়ঞার সুন্দরপুর এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে এলাকার কিছু যুবকের সাথে বচসা হয় এলাকার দুষ্কৃতী বলে পরিচিত কয়েকজনের সাথে। সেই বিবাদের জেরে রবিবার বিকেল নাগাদ এলাকার দুষ্কৃতী বাহিনীরা হঠাৎই শুরু করে ব্যাপক বোমা বিস্ফোরন।
অভিযোগে উঠে আসে গ্রামের বেশ কিছু যুবকদের নাম যারা বিকেল নাগাদ বেশ কিছু বাড়ির সামনে বোমা ফেলে। এলাকাবাসীরা এও জানায় পরিস্থিতির ভিত্তিতে এই সমস্ত যুবকেরা দল পাল্টায়। বর্তমানে তারা সকলেই কংগ্রেস দলের সঙ্গে যুক্ত।
বোমাবাজী তারা তৃণমূল সমর্থিত কর্মীদের বাড়ীতে করেছে বলে অভিযোগ উঠে আসে। বোমাবাজীর জেরে দুজন জখম হয়েছে বলে জানা গেছে। আহত অবস্থায় উদ্ধার করে তাদের কে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ সংক্রমণের রেকর্ড! ২৪ ঘন্টায় মুর্শিদাবাদে নতুন করে আক্রান্ত ৫৫
ঘটনাস্থলে বড়ঞা থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয় ও পুরো এলাকা টহলদারি করে। তবে অভিযুক্ত দুষ্কৃতিরা পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584