লকডাউনে সন্ধ্যের জমাটি আড্ডায় ইউনিক্স

0
93

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি যত খারাপ হচ্ছে লকডাউনের সময়সীমা ততই বেড়ে চলেছে। এই দীর্ঘমেয়াদী লকডাউনের জেরে বিষণ্ণ হয়ে পড়েছে দেশবাসী। তবে কোনো বিনোদন ছাড়া এভাবে কি সন্ধ্যে কাটানো যায়? নাহ্। যায় না। আর ঠিক সেই কারণেই নতুন উদ্যোগ প্রযোজনা সংস্থা ইউনিক্স-এর। মানুষকে একঘেয়েমি জীবন থেকে একটু স্বস্তি দিতে প্রতিদিন সন্ধ্যায় অনলাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংস্থা। অনুষ্ঠানটির নাম ‘সন্ধ্যার আড্ডা’।

UNIX official | newsfront.co

সোম থেকে রবি সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত সাত জন শিল্পীকে নিয়ে গানের লাইভ অনুষ্ঠান হয় ইউনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে। এক ঘন্টার জন্য প্রতিদিন একজন করে শিল্পী গানের পসরা নিয়ে ফেসবুক লাইভে আসেন এবং দর্শকের অনুরোধে গানও শোনান। লকডাউন যতদিন চলবে ততদিন এভাবেই শিল্পীদের সঙ্গে জমাটি আড্ডায় সারা সন্ধ্যাটা কাটাবে ইউনিক্স। লকডাউনে প্রযোজনা সংস্থা ইউনিক্সের এহেন অভিনব কর্মসূচি ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে।

আরও পড়ুনঃ সব পথ এসে মিলবে ‘মোমেন্টস অফ লাইফ’-এ

শুধুমাত্র লাইভ শো-তেই ‘সন্ধ্যার আড্ডা’ শেষ হয়ে যাবে না। আছে আরও এক দুর্দান্ত খবর। ইউনিক্সের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে সেরা পাঁচজনকে বেছে নেওয়া হবে। বাছাই করা ওই সেরা পাঁচ শিল্পীকে লকডাউনের পর শর্টফিল্ম, টেলিফিল্ম এবং বড়পর্দার ছবিতেও প্লে ব্যাক সিংগার হিসাবে নেওয়া হবে। এছাড়াও, ‘সন্ধ্যার আড্ডা’য় অংশগ্রহণকারীদের প্রত্যেককে সার্টিফিকেটও দেওয়া হবে।

লকডাউন পিরিয়ডে গানে গল্পে একেবারে জমে উঠেছে ইউনিক্সের ‘সন্ধ্যার আড্ডা’। এই অনুষ্ঠানে দর্শকের কাছ থেকে এত সাড়া পেয়ে খুশি ইউনিক্সের কর্ণধার সৌভিক দে। যাদের এখনও এই অনুষ্ঠান দেখার সুযোগ হয়নি। তাঁরা ইউনিক্সের নতুন অনুষ্ঠান দেখার জন্য সন্ধ্যে ৭টায় ইউনিক্সের অফিশিয়াল ফেসবুকে একবার ঘুরে আসুন। তারপর দেখবেন এই লকডাউনের সময় আপনার মনও জয় করে নিয়েছে ইউনিক্স।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here