হাইকোর্টের নির্দেশে নম্বর উল্লেখ করে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ আগামীকাল

0
76

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার আবার প্রকাশিত হতে চলেছে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের মেধাতালিকা। এবার তালিকায় উল্লেখ করা থাকবে মোট প্রাপ্ত নম্বর এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর। উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের নজিরবিহীন ভর্ত্‍সনার পরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।

Kolkata highcourt
নিজস্ব চিত্র

উচ্চ প্রাথমিকের নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এই মামলায় গত শুক্রবার দু’দফা শুনানির পর আগামী ৭ দিনের মধ্যে নম্বর-সহ ফের কমিশনের ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। ইন্টারভিউতে যাঁরা ডাক পাবেন না, নম্বর-সহ তাঁদের নামও প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুনঃ নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, মমতাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

স্কুল সার্ভিস কমিশনকে বেনজির ভর্ৎসনা করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কী ধরনের আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।’ যদিও সেসময় কমিশনের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না আদালতে। দ্বিতীয় দফায় শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। শুধুমাত্র চেয়ারম্যান নন, হাজিরা দেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিও।

আরও পড়ুনঃ বিধানসভায় রাজ্য বাজেট পেশ, ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব রোড ট্যাক্স

২০১৯-র ১ অক্টোবর আদালত নির্দেশ দিয়েছিল শুধু রেজাল্ট নয়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে মামলায় চাকরীপ্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকাও প্রকাশ করতে হবে। এই নির্দেশের দুবছর পরেও প্রকাশ হয়নি সে তালিকা। উল্টে ২১ জুন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তালিকাও প্রকাশ করে দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় অস্বচ্ছতা ও বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হন বেশ কয়েকজন কর্মপ্রার্থী। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here