মনিরুল হক, কোচবিহারঃ
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকেও ফোন করেছিল বিজেপি।তাও এক-দুবার নয়, কমপক্ষে পাঁচ বার তাঁর সাথে বিজেপি রাজ্য দফতর থেকে আসা ফোনে কথা হয়েছে।বৃহস্পতিবার কোচবিহার শহর লাগোয়া হরিণচওড়া ফুটবল খেলার মাঠে দলের এক কর্মী সভায় এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি বলেন, “আমার মোবাইলে বিজেপি থেকে ফোন করা হয়েছে।ফোন করে বিজেপির রাজ্য দফতরের কল সেন্টার থেকে বলে জানিয়ে ভোটের প্রচার করা হচ্ছে।ওদের প্রচার সম্পর্কে জানার জন্য বেশ কয়েকবার ফোন ধরেছি।শেষে আমার পরিচয় জানিয়ে ওদের দ্বারা যে কিচ্ছু হবে না, সেটা বলে দিয়েছি।” তিনি আরও বলেন, “ফোনে প্রচার চালিয়ে, মিস কলে সদস্য বানিয়ে আর যাই হোক ভোটে জেতা যায় না।”সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে বহু তৃণমূল নেতাকে ফোন করেছেন বলে জানান।তাঁর ফোন করার তালিকায় তৃণমূল নেতা তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,কলকাতার মেয়র তথা পুর মন্ত্রী ফিরাদ হাকিমও রয়েছেন বলে তিনি জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ বাড়ি ভাঙচুর করে বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তাঁর ওই সাংবাদিক সম্মেলনের পরে তৃণমূল কংগ্রেসের অন্দরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।আর কার কার কাছে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানিয়ে ফোন এসেছে, তা নিয়ে তৃণমূলের অনেক কর্মী খোঁজ খবর নিতে শুরু করেন।এদিন রবীন্দ্রনাথ বাবু তাঁর কাছে ফোন আসার কথা নিজেই জানিয়েছেন।তবে এই ফোন বিজেপিতে যোগ দেওয়ার জন্য নয়,ফোন এসেছিল ভোট প্রার্থনা করে প্রচার করার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584