নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
১৬ ই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের মেদিনীপুরে আগমনের ঘটনার স্মরণে রবিবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির সভাগৃহে অনুষ্ঠিত হল ভাস্বতী পঞ্চানন ঘোষ স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান।আয়োজকের ভূমিকায় ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।অনুষ্ঠানের স্মারক বক্তৃতায় ‘রবীন্দ্রনাথ ও মানবতা’ বিষয়ে বক্তব্য তুলে ধরেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য,কবি,প্রাবন্ধিক ও ভাষাবিদ পবিত্র সরকার।ভাস্বতী পঞ্চানন ঘোষ স্মৃতি সম্মানে সম্মানিত হন মেদিনীপুরের স্বনামধন্য রবীন্দ্র গবেষক মাননীয় অনুত্তম ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ও লেখক শ্যামল চক্রবর্তী।উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী তুষার পঞ্চানন,লেখক শিল্পী সংঘের জেলা সম্পাদক বিজয় পাল, বর্ষীয়ান কবি নিলয় মিত্রসহ মেদিনীপুরের বিশিষ্ট কবি সাহিত্যিক প্রাবন্ধিক ও শিল্পীরা।অনুষ্ঠানের সূচনা হয় নান্দনিক সঙ্গীত শিক্ষায়তনের শিল্পীদের রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে।প্রকাশ হয় গল্পকার বিমল গুড়িয়ার “বাহা ও অন্যান্য প্রতিবাদী গল্প”।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল মাজান।অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী সংসদ পরিবেশিত মনোজ্ঞ আবৃত্তির অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে।
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জাতিগত শাংসাপত্র প্রদান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584