নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গত তিন-চারদিনে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি কিংবা অবনতি হয়নি। একইরকম রয়েছেন তিনি। চলতি সপ্তাহেই তাঁর ট্র্যাকিওস্টমি করা হতে পারে। তাঁর অচেতন ভাব এখনও পুরোপুরি কাটেনি। করা হয়েছে ডায়ালিসিস। শরীরে রক্ত চলাচলের মাত্রাও ঠিকঠাক রয়েছে।
বেসরকারি হাসপাতালের তরফে ডাঃ অরিন্দম কর জানিয়েছেন, ‘গত তিন-চারদিনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি বা অবনতি হয়নি। অভিনেতার শারীরিক পরিস্থিতি একইরকম। তাঁর অচেতনভাব এখনও পুরোপুরি কাটেনি। অভিনেতার ট্র্যাকিওস্টমি করা হতে পারে।তাঁর পরিবারের সদস্যরা এতে রাজি। তবে অভিনেতার ক্ষেত্রে ট্র্যাকিওস্টমি ঝুঁকিপূর্ণ হতে পারে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। বর্ষীয়ান অভিনেতার শরীরে রক্ত চলাচলের মাত্রাও ঠিকঠাক রয়েছে।
আরও পড়ুনঃ ব্রেকের পর ‘খড়কুটো’-তে ফিরছেন বাদশা
উল্লেখ্য, গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। দু’বার প্লাজমা থেরাপির পর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
করোনা নেগেটিভ হলেও তাঁর চেতনা এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। বয়স এবং তাঁর কোমর্বিডিটিজনিত সমস্যার কারণেই তাঁর শারীরিক পরিস্থিতির এখনও পুরোপুরি উন্নতি সম্ভব হচ্ছে না বলেই মত চিকিৎসকদের একাংশের। তবে চ্যাম্পিয়নের মতোই লড়াই করে চলেছেন ‘ফেলুদা’। তাঁর সুস্থতা কামনায় গোটা বিনোদুনিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584