অভিযোগ দেড় বছরের শিশু ভুল চিকিৎসার শিকার

0
102

পিয়ালী দাস, বীরভূমঃ   সিউড়ি হাসপাতালে এক শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে।যন্ত্রনায় কাতর বছর দেড়েকের শিশু। মানসিক ভারসাম্যহীন বাবা মায়ের কারনে ভেঙে গেছে ছোট শিশুর ডান হাত। মা তাকে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে। কথাছিল রাতে অপারেশন হবার। সেই অনুযায়ী চলছিল চিকিৎসা। কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসায় ডান হাতের বদলে অপারেশন হয় বাম হাতে। সব কিছু করার পরও শিশু যন্ত্রনায় ছটফট করতে থাকে।

মায়ের কোলে ভুল চিকিৎসার শিকার শিশুটি।নিজস্ব চিত্র

রাতে নার্সদের অভিযোগ জানতে গেলে ফিরিয়ে দেওয়া হয় তাকে ও হাসপাতালের সমস্ত কগজ পত্র কেড়ে নেওয়া হয়। তার পর রাত থেকে হাসপাতাল চত্ত্বরে বসে থাকে মা ও ছেলে। পাথর চাপড়ির বাসিন্দা মতিনা বিবি । তিনি বলেন, গতকাল ছেলে কে নিয়ে আসার পর প্রথমে ডাক্তারবাবু দেখেন তারপর এক্সরে করানো হয়। এরপর অপারেশন করে ব‍্যান্ডেজ করে দেয়। তার পর এমন ভুল কি করে হয়? হাসপাতালে থাকা অনান্য রুগিদের আত্মীয়স্বজনদেরও অনেক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ ডাক্তার এখানে ভালো করে চিকিৎসা করেনা। ওয়ার্ডে ওয়ার্ডে দেখতেও যায়না। এমনকি দেখার অনুরোধ করলে উল্টোপাল্টা কথা বলে।

আক্রান্ত হাতটি।নিজস্ব চিত্র

শিশু চিকিৎসক সুব্রত কুমার গড়াই অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য শিশুকে লক্ষ্যে রাখা হয়েছে। সকালে তাকে তিনি আবার দেখতেন। আর বামহাত খোলাছিল বলে সেটাকে কেবল ব‍্যান্ডেজ করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here