দুঃস্থ পড়ুয়াদের স্বার্থে গ্রামীণ লাইব্রেরী

0
54

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত পাঁচখুরি ৬/১ ও ৬/২ গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত গ্রাম নারায়ণচকের, বাহামালা ক্লাবের ক্লাবঘরে,বেঙ্গাই উদ্যোগী সংঘ এবং  এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন এর যৌথ সহযোগিতায় “গ্রামীণ লাইব্রেরী”র নামক সূচনা হলো বুধবার। এদিন এখান থেকে নারায়নচক ছাড়াও অন্যান এলাকার প্রায় ১৩ জন দুস্থ ও দরিদ্র পরিবারের মেধাবী ছেলেমেয়েরা তাদের প্রয়োজনীয় পাঠ্য পুস্তক সংগ্রহ করলেন।অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন ফাউন্ডার তথা উদ্যোগী সংঘের সদস্য রাহুল কোলে, উদ্যোগী সংঘের সম্পাদক দেবাশীষ ভুঁইঞা, সদস্য বাপ্পা মান্না বাহামালা ক্লাবের সদস্য কচি হেমরম, কিরণ মুর্মু প্রমুখ।

village library for poor students
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সালার নৈশকালীন সাপ্তাহিক কাপড়ের হাট

এই মহতী উদ্যোগের উদ্যোক্তা সমাজকর্মী রাহুল কোলে  ও তার সহযোগীরা জানান তারা এই ভাবনাটি ভেবেছিলেন আজ থেকে দুই মাস আগে এবং তারা এটি ফেসবুকে পোস্ট করেন এবং তারা তাতে ইতিবাচক সাড়া পান। এরপরে তাঁরা উদ্যোগী সংঘ ক্লাবে এই গ্রামীন লাইব্রেরির স্থাপনা করেন সেখান থেকে প্রায় ২৫  জন ছেলেমেয়ে তাদের প্রয়োজনীয় পুস্তক সংগ্রহ করেছেন, বুধবার আবার তারা বাহামালা ক্লাবে এর স্থাপন করলেন। তাঁরা চাইছেন পুস্তকের অভাবে যাতে কারো শিক্ষা না থেমে থাকে,শিক্ষা যাতে এগিয়ে যায় তাই তাঽদের এই মহতী উদ্যোগ, তাঁরা এও জানান যদি সাধারণ মানুষ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তাঁরা আগামী দিনে এর বিস্তার জেলা ব্যাপী ঘটাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here