বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবীতে গ্রামবাসীদের অবরোধ ঘিরে পুলিশের সাথে খন্ডযুদ্ধ

0
73

হরষিত সিংহ,মালদহঃ

বিদ্যুতের সমস্যার সমাধানের দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভে সামিল গ্রামবাসীরা।সোমবার মালদহ জেলার মানিকচক থানার খয়েরাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ সহ সহকারী বিডিও পৌঁছালেও দাবিতে অনড় থাকে গ্রামবাসীরা।অভিযোগ পুলিশকে লক্ষ্য করে ইঁট পাটকেল চালায় অবরোধ কারীরা,তারপরই ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ।ঘটনায় অবরোধকারী ১০-১২ জনকে আটক করেছে পুলিশ।

ছবিঃঅভিষেক দাস

স্থানীয়দের অভিযোগ, খয়েরতলা এলাকায় বেশ কিছুদিন ধরে বিদ্যুতের সমস্যা বেড়ে উঠেছে।সেই সমস্যার কথা সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের কর্তাদের বারংবার লিখিত ভাবে জানিয়েও কোনো সমাধান হয়নি।সামান্য ঝড় বৃষ্টি হয়েই বিদ্যুৎ থাকছে না।এই সমস্যা সমাধানের দাবিতে সোমবার সকাল ৮ টা থেকে মানিকচক-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোপে সামিল হয় গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ।পুলিশের আশ্বাসে অবরোধ না তুলায় ঘটনাস্থলে যান মানিকচক সহকারী বিডিও মোহাম্মদ আলী রুমি।কিন্তু বিডিও-র আশ্বাসের পরও অবরোধ চলতে থাকে।

ছবিঃঅভিষেক দাস

গ্রামবাসীরা দাবি করেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ জেলাশাসকের আশ্বাসের।সকাল থেকে টানা অবরোধের পর বিকেল ৩ টে নাগাদ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সহ রাফ পৌছায়।পুলিশ অবরোধ তুলার কথা বলতেই গ্রামবাসীরা পুলিশকে লক্ষ করে ইঁট পাটকেল ছোঁড়ে।তারপরই ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।ঘটনায় ১০-১২ জন অবরোধ কারীকে আটক করেছে পুলিশ।টানা সাতঘন্টা ধরে চলা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here