প্রশাসনের উদ্যোগে বিকৃতি সারিয়ে পূর্বের রূপে বিবেকানন্দ মূর্তি

0
145

পিয়ালী দাস,বীরভূমঃ

স্বামী বিবেকানন্দের মূর্তির ভেঙ্গে দেওয়া হয়েছিলো।মূর্তির নাক, হাতের আঙুল ও বিসদৃশ ভাবে তুলে দেওয়া হয়েছিল মুখের গেরুয়া রঙ।মূর্তি বিকৃত করে মাথায় পাথর বসিয়ে দেওয়া হয়েছিল।আর এই ঘটনা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলেই তুলে ছিলেন নিন্দার ঝড় । মহঃবাজার ব্লকের চরিচা গ্রাম পঞ্চায়েতের রাসপুর গ্রামে ২০১৫ সালের ১২ জানুয়ারি শেওড়াকুড়ি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল।প্রায় ১০ ফুট উঁচু বেদির বিবেকানন্দের মূর্তিটি কে বা কারা হাতের আঙুল ও নাকভেঙে দিয়েছিল মুখমন্ডলের রঙ ঘসে উঠিয়ে বিকৃত করে দিয়েছিল।আর সেই খবর আমরা মানুষের কাছে তুলে ধরতেই নড়েচড়ে বসে প্রশাসন এবং মহঃবাজার ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্দ্যোগে তড়িঘড়ি সেই স্বামী বিবেকানন্দের মুর্তি সংস্কার করে তার নিজের রুপে ফিরিয়ে দেন।

পূর্নরূপে বিবেকানন্দ মূর্তি।নিজস্ব চিত্র

এই কাজে স্থানীয় মানুষ সহ সকলেই ধন্যবাদ জানাচ্ছেন ব্লক প্রশাসনকে।মহঃবাজার এর বিডিও আশিষ মণ্ডল জানান,এই ভাবে বিবেকানন্দের মূর্তি যারা নষ্ট করেছিল তারা আর যাই হোক সুস্থ মাুনষ নন।আবার মূর্তি টি সারিয়ে দিতে পেরে আনন্দিত লাগছে।

আরও পড়ুনঃ সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উদযাপন সাহিত্য অঙ্গন পত্রিকার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here