নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এনআরসি ও সিএএ নিয়ে দেশ জুড়ে চলতে থাকা অস্থিরতা ও অশান্তির মধ্যেই মেলবন্ধনের বার্তা এল রামকৃষ্ণ মঠ ও মিশন। শনিবার মালদহে বিবেকানন্দ বিদ্যামন্দিরের পুরস্কার বিতরণী ও এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলীর সমাপ্তি অনুষ্ঠানে এসে এই বার্তা দিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। তিনি বলেন, আমাদের শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের সমন্বয়ের আদর্শে আস্থা রাখতে হবে। মনে রাখতে হবে, কেউ পর নয়। সকলেই আপন। রাম, রহিম, যোসেফ সকলকেই কাছে টানতে হবে। ভেদাভেদ নয় আপন করে নেওয়ার মধ্যেই দেবত্ব আছে।
রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, মসজিদ, চার্চ, মন্দির, গুরদোয়ারা সবখানেই একই ঈশ্বরেরই অবস্থান। তিনি বলেন, রামকৃষ্ণ মিশনের বার্তা সম্প্রীতির বার্তা, সমন্বয়ের বার্তা। আমাদের সকলের মধ্যেই একই ঈশ্বরের অধিষ্ঠান। এই হৃদয়ের দেবতাকে জাগ্রত করতে হবে। নিজের জীবনধারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ রেখে বাকিটা বিলিয়ে দিতে হবে মানুষরূপী দেবতার মধ্যে। তবেই কল্যাণ হবে জগতের। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র। বিশেষ অতিথি ছিলেন বঙ্গরত্ন শিক্ষাবিদ রাধাগোবিন্দ ঘোষ। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের বাংলা ও ইংরাজি মাধ্যমে পাঠরত পড়ুয়াদের বিভিন্ন কৃতিত্বের জন্য পুরস্কার দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584