পণ্য বোঝায় লড়ি ও ভুটভুট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লড়ির চাকায় পীষ্ট হয়ে মৃত্য হল ভুতভুটি চালকের।রবিবার ভোর নাগাদ মালদার ভালুকা এলাকায় রতুয়া-ভালুকা রাজ্য সড়কের উপর দূঘটনাটি ঘটেছে।ঘটনার প্রতিবাদে ও ঘাতক লড়ির চালকে গ্রেফতারের দাবী তুলে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।উধাও হওয়া ঘাতক লরিটিকে খুঁজে চালককে গ্রেফতারের আশ্বাস পুলিশের পক্ষ থেকে পাওয়ার পরই মালদহের রতুয়া – ভালুকা রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নিল বিক্ষোভকারীরা |
পুলিশ সূত্রে জানা যায় , মৃতের নাম আফসার সবজি (২৬)|বাড়ি ভালুকা বাজার এলাকায় |পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে আফসার সবজি সহ দুই ব্যাক্তি এদিন ভুটভুটি নিয়ে স্থানীয় নাজিরপুর যাচ্ছিল।রতুয়া-ভালুকা রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ভালুকা সাব স্টেশনের কাছে উল্টদিক থেকে আসা একটি লড়ি নিয়ন্রন হারিয়ে সরাসরি ধাক্কা মারে।লড়ির ধাক্কয় ভুটভুটি থেকে ছিটকে পড়ে যায় চালক সহ তিন জন।আফসার সবজি রাস্তার উপর ছিটকে পড়লে ঘাতক লড়িটির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়।লড়ির চাকায় পীষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত হয় তার।এর পরেই দেহটি রাস্তায় রেখে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবী ঘাতক লরিটির হদিশ খুঁজে বার করা ও চালককে গ্রেফতার করতে হবে |প্রায় তিন ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরধ করে রাখে স্থানীয়রা।তীব্র যানযোটের তৈরী হয় এলাকায়।পুলিশের তরফে আশ্বাস পেয়ে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584