প্রার্থী তালিকা প্রকাশের পরই দেওয়াল লিখন শুরু মেদিনীপুরে

0
478

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করেন। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রার্থী তালিকায় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েক জন বিধায়ক বাদ পড়েছে, এসেছে নতুন মুখ। যার মধ্যে অন্যতম হল মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে অভিনেত্রী জুন মালিয়া কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

TMC Wall Writing | newsfront.co
নিজস্ব চিত্র

ডেবরা বিধানসভা কেন্দ্রে প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবিরকে প্রার্থী করেছে। ওই কেন্দ্রের বিধায়ক সেলিমা বিবি এবার দলের টিকিট পায়নি । এবার হুমায়ুন কবিরকে প্রার্থী করে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নতুন মুখ হিসেবে গড়বেতা কেন্দ্রে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

Uttara Singh Hazra | newsfront.co
প্রার্থী উত্তরা সিং হাজরা

নারায়ণগড় কেন্দ্রে প্রদ্যোত ঘোষ এর বদলে সূর্য অট্ট কে টিকিট দিয়েছে দল। সবং বিধানসভা কেন্দ্রে গীতা ভূঁইয়ার বদলে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া কে টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পিংলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি টিকিট পেয়েছে। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে চন্দ্রকোনা পুরসভার পুর প্রশাসক অরূপ কুমার ধাড়া টিকিট পেয়েছে ।

Srikanta Mahato | newsfront.co
শ্রীকান্ত মাহাতো

এছাড়াও শালবনিতে শ্রীকান্ত মাহাতো, ঘাটালে শংকর দোলাই, দাসপুরে মমতা ভুঁইয়া, কেশপুরে শিউলি সাহা, খড়্গপুর গ্রামীণে দিনেন রায়, খড়্গপুর শহরে প্রদীপ সরকার, কেশিয়াড়ি তে পরেশ মূর্মু,দাঁতনে বিক্রম প্রধান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। বাদ পড়েছেন সেলিমা বিবি, আশীষ চক্রবর্ত্তী, গীতা ভুঁইয়া,ছায়া দোলই, প্রদুৎ ঘোষ ।

আরও পড়ুনঃ বামফ্রন্টের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা

তবে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায় যে যারা টিকিট পাননি তাদের দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হবে।শুক্রবার দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দেওয়াল লিখন এর মাধ্যমে নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিয়েছেন।

বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন দলনেত্রী বন্দোপাধ্যায় আমার উপর আস্থা রেখে আমাকে তৃতীয়বারের জন্য শালবনি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করায় আমি কৃতজ্ঞ এবং এই বিধানসভা কেন্দ্র টি থেকে তিনি জয়লাভ করে দিদিকে উপহার দেবেন বলে জানান।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফিরলে প্রবীণ বিদায়ী বিধায়কদের জন্য বিধানপরিষদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তেমনি দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন ২০১৬ সালে দিদি আমাকে প্রার্থী করেছিলেন তার আশীর্বাদ ছিল আমার সাথে তাই জয়লাভ করেছিলাম। তিনি এবারেও আমাকে প্রার্থী করেছেন তার আশীর্বাদ আমার সাথে রয়েছে এবারেও দাঁতনের মানুষ আমাকে নির্বাচিত করে দিদিকে উপহার দেবেন।

গড়বেতার প্রার্থী তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বলেন, লোকসভা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছিল। মানুষ এখন তাদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে।গড়বেতা এলাকায় বিজেপি বলে কিছুই নেই। গড়বেতা কেন্দ্রে তিনি জয়লাভ করে আসনটি দিদিকে উপহার দেবেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here