গরম পড়ার শুরুতেই বর্ধমান পৌর এলাকায় জল সমস্যায় বাসিন্দারা।

0
89

শ্যামল রায় বর্ধমান:
সবেমাত্র গরম পড়তে শুরু করেছে। এর মাঝেই জল সংকটে ভুগতে শুরু করেছেন পৌরবাসী।
বর্ধমান পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জল সংকটে ভুগতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার এই রকম একটা অভিযোগ মিলেছে বর্ধমান পৌরসভার তেতিরিশ নম্বর ওয়ার্ডের পৌর বাসীদের তরফ থেকে।
এলাকাবাসীর অভিযোগ যে গরম করার শুরুতেই চরম জল সংকট দেখা দিয়েছে। পাইপ লাইন দিয়ে সরু সুতোর মতো জল পড়তে শুরু করেছে। এক বালতি জল ভরতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ।
আরও জানা গিয়েছে যে দীর্ঘ ছয় মাস ধরে জল সংকট শুরু হয়েছে।
এই ওয়াডের খাপারা উইলপাড়া তেলমারুই রোডের বেশিরভাগ বাড়িতে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরো অভিযোগ যে ঠিক সময়ে জল সরবরাহ হচ্ছে না এছাড়াও নির্দিষ্ট সময়ের আগেই জল চলে যাচ্ছে নানাবিধ সমস্যার কারণে এলাকার মানুষদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
এছাড়াও শহরের আরো কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা দেরও একই ধরনের অভিযোগ।
30 নম্বর 28 নম্বর 25 নম্বর ওয়ার্ড সহ প্রভৃতি ওয়াডের জল সংকট সমস্যা বড় আকার ধারণ করছে।
অথচ অভিযোগ উঠেছে যে জলের যোগান পৌরবাসীর জন্য ঠিকমতো দেয়া হচ্ছে না অথচ নতুন জলের সঙ্গে সংযোগ দিয়েই চলছে পৌরপ্রধান। আশঙ্কা প্রকাশ করছেন যে কাল শুরু হতেই যদি এই ধরনের জল সংকট শুরু হয়ে যায় তাহলে আগামী আরও এক দু’মাসের মধ্যে এই জল সমস্যা কি ধরনের আকার নিতে পারে আতঙ্কের ছাপ লক্ষ্যণীয় প্রবাসীদের মধ্যে দেখা গেল।
এই প্রসঙ্গে পৌরপ্রধান স্বরূপ দত্ত জানিয়েছেন যে ইতিমধ্যে পানীয় জলের সংকট মেটাতে তিনশত কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে পৌরবাসী দেয়ার জল সমস্যায় পড়তে হবে না বলে জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here