স্বেচ্ছাসেবক পানীয় জল সহায়কদের রাজ্য সম্মেলন

0
40

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় পশ্চিমবঙ্গ ওয়াটার (ডিঙ্কিং ওয়াটার) ফেসিলিটিরস ইন মনিটরিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবম রাজ্য সম্মেলন হল শনিবার।

water supply helper conference | newsfront.co
কর্মীসভা। নিজস্ব চিত্র

এদিন পূর্ব মেদিনীপুর জেলার দিঘার এক বেসরকারি পেক্ষাগৃহে আয়োজিত ওই সম্মেলনে রাজ্যের ৩১৬৪ টি গ্রাম পঞ্চায়েতের ভলেন্টিয়ার ওয়াটার ফেসিলিটেটরেরা যোগ দেন। সংগঠনের পক্ষ থেকে নানা দাবিদাওয়া পেশ করা হয়।

conference | newsfront.co
নিজস্ব চিত্র

সংগঠনের তরফে জানানো দাবি, পশ্চিমবঙ্গে প্রতিটি গ্রামীণ এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার জলপরীক্ষাগার গুলিতে সরবরাহ করি এবং জল পরীক্ষার রিপোর্ট জলপরীক্ষারগার থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করি। অথচ আমাদের নির্দিষ্ট কোন মাসিক বেতন দেওয়া হয় না বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

কেবলমাত্র নমুনা প্রতি অত্যন্ত সামান্য পারিশ্রমিক দেওয়া হয় তাও গ্রাম পঞ্চায়েত গুলি মাসের পর মাস এমনকি বছরের পর বছর আমাদের প্রাপ্য পারিশ্রমিক দিতে চায় না। অধিকাংশ ক্ষেত্রেই গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আমাদের কাজ থেকে বাদ দেওয়ার হুমকি দেন।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে বেহাল রাস্তার কাজের সূচনা

নিজস্ব চিত্র

রাজ্যের গ্রামোন্নয়ন দফতরে জানিয়েও কোন লাভ হয়নি।রাজ্যের প্রায় তিন হাজার পরিবার দারুণ আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করছে। তবে দাবি সমূহ অবিলম্বে কার্যকর করার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এ দিন আয়োজিত ওই রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস, রামনগর-১ ব্লকের সহ-সভাপতি নিতাই চরণ সার, ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, সংগঠনের রাজ্য সভাপতি দয়াল বাড়াই, সম্পাদক অসীম কুমার রায়, কোষাধ্যক্ষ সাবিকুল আলম, সহ-সভাপতি স্বপন কুমার সরকার, সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি দেবাশিষ গোস্বামী, সদস্য গৌতম চন্দ্র দাস সহ প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here