জলের অপচয়,উদাসীন নাগরিক

0
127

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

water wastage indifferent citizen
এভাবেই অপচয় হচ্ছে জল।নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ট্যাপ কলের জল কি ভাবে ঘন্টার পর ঘন্টা অপচয় হলেও পৌরকর্তৃপক্ষের নেই কোন রকম হেলদোল।কালিয়াগঞ্জ শহরে এই রকম ট্যাপ কলের জল অধিকাংশ স্থানে সবসময়ের জন্য সবার সামনে পরে চললেও কারো কোন মাথা ব্যাথা নেই।অথচ এই জলের জন্য অনেক জায়গাতেই হাহাকার পরে যায়।এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পালকে প্রশ্ন করলে তিনি বলেন পৌর সভার ট্যাপকল গুলিতে বারবার জল পড়া বন্ধ করার ব্যবস্থা নিলেও সেই ব্যবস্থা শহরের কে বা কাহারা তা নষ্ট করে দিচ্ছে।পৌরসভা থেকে ব্যবস্থা নিলেও তা রাখা সম্ভব হচ্ছেনা।আসলে আমরা সচেতনতার কথা মুখে বললেও কাজে তা করে দেখাই না।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।খুব শীঘ্রই এর একটা স্থায়ী সমাধান করবার জন্য পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেবার উদ্যোগ গ্রহণ করা হবে বলে পৌরপিতা কার্তিক পাল জানান।

আরও পড়ুনঃ সরকারি সাহয্য ছাড়াই কার্পেট তৈরি করে ওঁরা স্বনির্ভর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here