শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আনলক প্রক্রিয়া শুরু হতেই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানার মত একাধিক নিয়ম লঙ্ঘন করা শুরু করে দিয়েছেন অনেকে। তাই আরও কড়া হল রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, মাস্ক পরা ও সামাজিক দুরত্বের বিধি না মানলে তা আইনত দণ্ডনীয় বলে গণ্য হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জরিমানা বা শাস্তি দুটোই হতে পারে। অভিযুক্তকে বাড়িও ফেরত পাঠানো হবে। শুক্রবার নবান্নের তরফে এই নির্দেশ জারি করলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
ওই নির্দেশিকায় লেখা হয়েছে, রাস্তাঘাটে মাস্ক ছাড়া কাউকে দেখা গেলে প্রথমে তাকে মাস্ক পরতে বলা হবে। কেউ জোর দেখিয়ে পরতে না চাইলে তাকে আটকে প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। জেলা প্রশাসন, পুরসভা ও পুলিশকে এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। তবে জনঅধ্যুষিত এলাকায় কি ভাবে কড়া ভাবে এই নিয়ন লাগু করা যায়, তা নিয়ে চিন্তায় প্রশাসন।
প্রসঙ্গত, দেশ জুড়ে শুরু হওয়া আনলক ২ ফেজে ঘর থেকে বেরোতে শুরু করেছেন অনেকেই। কিন্তু কারও গলায় ঝুলছে, কারও বা চিবুক পর্যন্ত নামানো মাস্ক, কানেও ঝোলানো থাকছে মাস্ক।
আরও পড়ুনঃ প্রয়াত কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়
কিছু বলা হলে শ্বাস নেওয়ার অসুবিধা, গরম লাগা বা চশমা ঝাপসা হয়ে যাওয়ার অজুহাত দিচ্ছেন অনেকে। কিন্তু মহামারী আইন অনুযায়ী আর তাদের ছাড় দেওয়া হবে না বলে নবান্ন সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584