নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনা, আমফান আজ যতই ভিলেনের ক্যারেক্টার প্লে করুক না কেন, খুন, ধর্ষণ, জলে পচাগলা লাশ ভেসে ওঠার খবর জনতাকে টানে, টানবে। রহস্যের উদঘাটন দেখতে কে না ভালোবাসে। আজ ১৯ জুন, খুলছে লালবাজারের দরজা। থুড়ি থুড়ি, জি ফাইভে আসছে ওয়েব সিরিজ ‘লালবাজার’। স্ট্রিমিং শুরু আজ থেকে।
লালবাজার কথাটা শুনলেই চকিতে চমকে উঠি আমরা! ভাবি, ওরে বাবা! আবারা লালবাজার মানেই কলকাতার ঐতিহ্য। কত না রহস্যের জট খোলে এখানকার প্রতিনিধিদের দৌলতে। এবার এই লালবাজারকে কেন্দ্রে রেখেই জি ফাইভের নতুন ওয়েব সিরিজ ‘লালবাজার’।
পরিচালক সায়ন্তন ঘোষাল। চিত্রনাট্য স সৃজনে রঙ্গন চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখার্জি, বব রায়, পারমিতা মুখার্জি, স্বাগতা মুখার্জি, কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুব্রত দত্ত, হৃষিতা ভাট, গৌরব চক্রবর্তী, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অনির্বাণ চক্রবর্তী, অরিন্দোল ভট্টাচার্য, দিব্যেন্দু ভট্টাচার্য, দেবপর্ণা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, গৌরব চক্রবর্তী, জ্যামি ব্যানার্জি সহ আরও অনেকে।
‘লালবাজার’ শুধুই যে খুন, অপরাধের চিত্র তুলে ধরবে তা নয়, রয়েছে এক মহিলা সাব ইন্সপেক্টরের নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। রয়েছে পুলিশদেরও কিছু না ফাঁস হওয়া গল্প। রয়েছে হিউমার, রয়েছে উইট।
আরও পড়ুনঃ টুইটারে সবাইকে আনফলো করে এখন মাত্র ৮ জনকে ফলো করছেন করণ জোহর
পুলিশরাও তো ঠাট্টা-পরিহাস করে নাকি? তাদেরও তো একটা ব্যক্তিগতজীবন আছে, তাদেরও প্রেম আছে, তাদেরও সংসার করতে হয়। সেই দিকটাও তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। পাঁচজন পুলিশ অফিসারের ব্যক্তিগতজীবন এবং অভিযান উঠে আসবে এই সিরিজে।
যৌনকর্মীর আত্মহত্যা থেকে মাফিয়া ডন, শিশুকন্যা পাচার, শহরের রাস্তায় পড়ে থাকা যুবকের লাশ, ধর্ষণ, খুন- এহেন নানা ধাঁচের অপরাধ সম্বল করে আজ আসছে ওয়েব সিরিজ ‘লালবাজার’।
আরও পড়ুনঃ সুজয় প্রসাদের আড্ডাঘরে প্রথম অতিথি ঋত্বিক চক্রবর্তী
এই প্রথম পুলিশের উর্দি গায়ে পর্দায় ধরা দিতে চলেছেন সৌরসেনী মৈত্র। সিরিজের প্রধান ভিলেন চরিত্রে জ্যামি ব্যানার্জি। সায়ন্তনী গুহ ঠাকুরতা এখানে এক যৌনকর্মীর চরিত্রে ধরা দেবেন। স্বাগতা মুখার্জিও এখানে একেবারে অন্যরকম। বাকিটা দেখে নেওয়ার অপেক্ষা। সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় জি ফাইভে আজ আসছে ‘লালবাজার’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584