নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির পক্ষ থেকে নিরাপত্তা সপ্তাহ পালন নামে এক কর্মসূচির আয়োজন করা হলো শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে ।বিদ্যুতের দ্বারা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সতর্কতা ও বিদ্যুৎ ব্যবহারের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত আলোচনা করা হয় এদিন।
আরও পড়ুনঃ জাতীয় সুরক্ষা প্রকল্পে অসহায় মহিলাদের চেক প্রদান
বৈদ্যুতিক যেকোনো কাজের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ বিহীন হওয়া সুনিশ্চিত করে কাজ করা, অবৈধভাবে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে নিজের এবং অপরের জীবন বিপন্ন করা, বৈদ্যুতিক কাজ করার সময় কর্মীদের নিরাপত্তা বিধি মেনে চলা প্রভৃতি বিষয়ে আলোচিত হয় উক্ত অনুষ্ঠানে।
এছাড়াও এলাকাবাসীদের সচেতন করতে বেলদার কালী মন্দির সংলগ্ন বিদ্যুৎ ডিভিশনাল অফিস থেকে প্ল্যাকার্ড এবং ফেস্টুন হাতে সমগ্র বেলদা বাজারে একটি সচেতনতা মূলক প্রচার মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন পদাধিকার ব্যাক্তিরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584