লক ডাউনে, কী করবেন? কী করবেন না?

0
261

ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনাভাইরাস রুখতে শুক্রবার পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার দুপুরে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।

lock down | newsfront.co
প্রতীকী চিত্র

কিন্তু লক ডাউন হলে কী করবেন, কী করবেন না?

১) অত্যন্ত দরকার না হলে বাড়ি থেকে বেরোবেন না। অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন চাল-ডাল, সবজি, মাছ-মাংস কেনা, ওষুধ কেনা, জরুরি পরিস্থিতিতে চিকিৎসক বা হাসপাতালে যাওয়া।

২) লক ডাউনের মধ্যে ১৮৮ ধারা প্রয়োগ করেছে সরকার। তাছাড়া রাজ্যে জারি রয়েছে মহামারী আইন। ফলে রাস্তায় বেরিয়ে পুলিশের সামনে পড়লে যদি উপযুক্ত কারণ দেখাতে না পারেন তাহলে কড়া ব্যবস্থা নিতে পারে প্রশাসন।

৩) আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন না। ঘনিষ্ঠ হোন বা দূর সম্পর্কের, আত্মীয়ের বাড়ি বয়কট করুন।

৪) গুজবে কান দেবেন না। এই পরিস্থিতিতে নানা গুজব ছড়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো এখন সহজ হয়ে গিয়েছে। একেবারে বিশ্বস্ত সূত্র বা সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনও কথা বিশ্বাস করবেন না। লক ডাউনের মধ্যে মুদির দোকান, সবজির দোকান ও মাছ বাজার খোলা থাকবে। সাধারণ দিনের মতোই মিলবে ডিম ও দুধ।

বিধিনিষেধের আওতায় যে সব সংস্থা পড়বে না সেগুলি হলো

১) আইনশৃঙ্খলা, আদালত, সংশোধনাগার

২) স্বাস্থ্য পরিষেবা

৩) পুলিশ, সশস্ত্র বাহিনী ও আধা সেনা

৪) বিদ্যুৎ, জল ও সংরক্ষণ

৫) দমকল, অসামরিক নিরাপত্তা ও আপৎকালীন ব্যবস্থা

৬) টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা, ডাকবিভাগ

৭) ব্যাঙ্ক ও এটিএম

৮) রেশন সহ খাদ্য, মুদি দোকান, শাকসব্জি, ফল, মাংস, মাছ, পাঁউরুটি ও দুধ বিক্রি, মজুত ও পরিবহণ

৯) মুদি ও খাবারের ই কমার্স, ও বাড়ি বাড়ি পৌঁছনোর পরিষেবা

১০) পেট্রোল পাম্প, গ্যাস, তৈল সংস্থার গুদাম ও পরিবহণ

১১) ওষুধের দোকান, চশমার দোকান, ওষুধ বিক্রি ও পরিবহণ

১২) যেসব সংস্থাকে নিয়মিত উৎপাদন চালিয়ে যেতে হয় তাদের কাজও চলতে পারে, তবে সেক্ষেত্রে জেলাশাসকের অনুমতি লাগবে

১৩) সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here