সায়নিকা সরকার, মালদহঃ
লকডাউনে কাজ না থাকায় হৃদরোগে মৃত স্বামীকে হারিয়ে অথৈজলে পড়েছেন স্ত্রী শান্তনা পরিহার। ৫ নাবালক সন্তানকে নিয়ে চরম সংকটে পড়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার শিবমন্দির পাড়া এলাকায়।
সম্প্রতি লকডাউনের মধ্যে ঘরে বসেই দিন কাটাচ্ছিলেন অটোচালক রামকুমার পরিহার। রোজগার কিছুই ছিল না। তার সঙ্গে হার্টের অসুখে ভুগছিলেন।
ছিল না চিকিৎসার পয়সা। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন। আগামী দিনে কী করে ছেলে মেয়েদের মুখে ভাত যোগাবেন সেই চিন্তাই কুরে কুরে খাচ্ছে শান্তনাকে। তিনি জানান, ‘পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিল সে।
আরও পড়ুনঃ রক্তের জোগান বাড়াতে অভিনব প্রচার জয়দেবের
অটো চালিয়ে রোজগার করত। লকডাউনের জেরে তাও বন্ধ হয়েছিল। প্রায় বিনা চিকিৎসাতেই অর্ধাহারে তার স্বামী মারা গিয়েছেন। কিন্তু স্বামী মারা যাওয়ায় চরম সংকটের মধ্যে পড়েছেন।
এরকম অবস্থায় প্রশাসন পাশে না দাঁড়ালে পাঁচ সন্তানকে নিয়ে কীভাবে দিনযাপন করবেন কিছুই বুঝতে পারছেন।’
যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য এই অনাথ পরিবারকে কিছু সরকারি সাহায্য দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584