“এসো মানবতার পাশে” সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ জলঙ্গীতে

0
87

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়ে একটি সংস্থা পথ চলা শুরু করেছে ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গি ব্লকের যুব সমাজের উদ্যোগে ও সাধারণ মানুষের সহযোগিতায় “এসো মানবতার পাশে” সংস্থা।

Social work
নিজস্ব চিত্র

আজ বৃষ্টিকে উপেক্ষা করে তার প্রথম পথচলা শুরু হলো। অসহায় বৃদ্ধ,  বিধবা, অক্ষম ,অনাথ ব্যক্তিদের কাছে গিয়ে তাদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন জলঙ্গীর জয়কৃষ্ণপুর গ্রামে শীত বস্ত্র বিতরণ করা হয় আগামীতে জলঙ্গি ব্লকের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র সহ বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচি পালনের উদ্যোগ রয়েছে আমাদের ছোটো সংস্থার পক্ষ থেকে বলে এক সদস্য জানান।

Eso manobatar pase
নিজস্ব চিত্র

তিনি আরো জানান যে, যদি কারো রক্তের প্রয়োজন হয় তবে তাদেরকে জানালে তারা রক্তের ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে তাদের সদস্যরা গিয়ে রক্তের গ্রুপ মিলে গেলে  রক্ত দিয়ে জীবন বাঁচাবেন।

এই শীতের মরশুমের শুরুতেই শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার অসহায় মানুষজন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here