সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার আনারপুর এলাকায় এক মহিলার ধর্না দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হল অঙ্গারপুর গ্রামবাসীদের মধ্যে। জানা গিয়েছে, তুহিনা খাতুন নামের এক মহিলা বড়ঞা থানার সুন্দরপুর থেকে ভরতপুর থানার আঙ্গারপুরে শাহাবুদ্দিন শেখ নামের এক ব্যক্তির বাড়ির সামনে বিয়ে করার দাবিতে ধর্নায় বসেন।
জানা যায়, প্রায় ৫ বছর আগে মোবাইল ফোনে তুহিনের সঙ্গে শাহাবুদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বুধবার সকালে বিয়ে করবার দাবিতে ডাকবাংলায় দুজন দেখা-সাক্ষাৎ করেন। সেখানে বিয়ে করতে অস্বীকার করে শাহাবুদ্দিন নামের ওই ব্যক্তি, তখন বিয়ের দাবিতে তুহিনা খাতুন নামের ওই মহিলা শাহাবুদ্দিন শেখের বাড়ির সামনে এসে ধর্নায় বসে যায়। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।
আরও পড়ুনঃ বিপন্ন জলাভূমি! জলাভূমি রক্ষা করার দাবিতে অনশন, গ্রেপ্তার পরিবেশ কর্মীরা
আরো জানা গিয়েছে যে, তুহিনা খাতুনের বিয়ে হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মোড়গ্রামে। সেখানে তার দুটি কন্যা সন্তানও রয়েছে তা সত্ত্বেও প্রেমের টানে শাহাবুদ্দিনের বাড়ির সামনে ধর্না দেয় ওই মহিলা। ঘটনার খবর ভরতপুর থানায় গেলে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও ধর্না দেবার ঘটনার পর থেকে শাহাবুদ্দিন শেখ নামের ওই ব্যক্তি পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584