নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ঠিকা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সোমবার মেদিনীপুর শহরের বিদ্যুৎ দফতরের ম্যানেজারের কাছে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা দেয় ডেপুটেশনও।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত ন্যূনতম ২১ হাজার টাকা বেতন, ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চিত করা, সমস্ত কর্মীর পি.এফ.ই.এস.আই চালু করা সহ মূলত ৮ দফা দাবির ভিত্তিতে সোমবার এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের নেতৃত্বরা।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জেলার বিদ্যুৎ দফতরের জোনাল অফিস মেদিনীপুর শহরে। তাই ওই চারটি জেলা থেকে সংগঠনের সদস্যরা এদিন মেদিনীপুর শহরে এসে বিদ্যুৎ দফতরের জোনাল অফিসের সামনে বিক্ষোভে শামিল হয়।
আরও পড়ুনঃ তৃতীয় দিনে বালুরঘাটে অস্থায়ী-অশিক্ষক কর্মীদের অনির্দিষ্ট কালের অনশন
তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি মেদিনীপুরে বিদ্যুৎ দফতরের জোনাল ম্যানেজারকে তাদের দাবি গুলি নিয়ে লিখিতভাবে ডেপুটেশন দেয়। তাদের দাবি মানা না হলে আগামীদিনে তারা ফের আন্দোলন শুরু করবে বলে জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584