মনিরুল হক,কোচবিহারঃ
সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা বলয় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দুই দিন ব্যাপী জেলা শ্রমিক মেলা শুরু হল কোচবিহারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে দুই দিন ধরে চলবে এই মেলা।এদিন কোচবিহারে ওই শ্রমিক মেলার উদ্বোধন করেন শ্রম মন্ত্রী মলয় ঘটক।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ,কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা,কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ শ্রম মেলায় পরিষেবা প্রদান
প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক।এদিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শ্রমিকদের নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584