মনিরুল হোক, কোচবিহারঃ
শ্রমিক মেলা শুরু হল মাথাভাঙায়। বৃহস্পতিবার স্থানীয় বি-টিম মাঠে। এদিন ওই শ্রমিক মেলার উদ্বোধন করেন অনগ্রসর কল্যান মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধায়ক হিতেন বর্মণ, জেলা পরিষদের সভাধিপতি উমা কান্ত বর্মণ, ডেপুটি লেবার কমিশনার রমেশ কুমার সিনহা সহ আরও অনেকে।
এদিন বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী এই মেলায় বিভিন্ন দফতরের স্টল রয়েছে এবং সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মাথাভাঙা সহকারী শ্রম আধিকারিক তাপস কুমার সর্দার বলেন, এই শ্রমিক মেলায় শ্রমিকদের জন্য সচেতনতা শিবির এবং শ্রমিকদের জন্য সরকার কি করছে তা এখানে জানানো হচ্ছে। তিনি আরও জানান, এই মেলায় ২৮৮জন শ্রমিককে সরকারী ভাবে ১২লক্ষ ৮৮হাজার টাকা সাহায্য দাওয়া হচ্ছে। এ ছাড়া নানা ধরণের অনুষ্ঠান থাকছে এই মেলায়।
এ দিকে অনগ্রসর কল্যান দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, সরকার শ্রমিকদের হয়ে নানা উন্নয়ন মূলক কাজ করছে। তিনি আরও জানান, অসংগঠিত শ্রমিকরা যদি মাসে ২৫ টাকা জমা করেন সেই শ্রমিক ৬০ বছর পর তারা পাবেন আড়াই লক্ষ টাকা। তাই সমস্ত শ্রমিকদের নাম নথিভুক্ত করার আবেদন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584