নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দুই বছরও লাগবে না, তার আগেই করোনা মহামারী থেকে মুক্তি মিলবে, এমনই আশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। এমনকী স্প্যানিশ ফ্লু যতদিন ধরে দাপট দেখিয়েছিলো এটি তার চেয়ে অনেক কম সময়ে নির্মূল হয়ে যাবে।
শুক্রবার জেনেভায় হু-এর সদর দফতরে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “আমরা আশা করছি করোনা মহামারীর দাপট আগামী ২ বছরেরও কম সময়ের মধ্যে খতম হয়ে যাবে”। তিনি আরও বলেন যে, শতাব্দীতে একবার এমন স্বাস্থ্য সংকট আসে, তবে উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের কারণে দ্রুত মুক্তি মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টেড্রোস বলেন যে বিশ্বায়নের ফলে যেমন দ্রুত করোনা ছড়িয়েছে কিন্তু সবাই একসঙ্গে চেষ্টা করলে দুই বছরের মধ্যে একে সামলে ফেলা সম্ভব। প্রসঙ্গত ১৯১৮ সালে ফ্লু যেটা সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল সেটা অনেক দিন চলেছিল। কিন্তু এখন আগের চেয়ে উন্নত স্বাস্থ্যব্যবস্থা থাকায় আশাবাদী হু-প্রধান।
আরও পড়ুনঃ পাঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে খতম পাঁচ জঙ্গি
হু-এর এমার্জেন্সিস প্রধান মাইকেল রায়ান বলেন যে ১৯১৮ সালের মহামারী তিনটি ঢেউয়ে এসেছিল,এবং দ্বিতীয় দফায় যখন ১৯১৮ সালের শীতে এটি মাথা চাড়া দিয়ে ওঠে, ,সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। ১৯১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত এই রোগটির কারণে সারা বিশ্বে প্রায় ৫০ মিলিয়ন মানুষ মারা গেছিলো এবং প্রায় ৫০০ মিলিয়ন মানুষ সংক্রমিত হয়ে ছিলো।
প্রথম বিশ্বযুদ্ধে যত মানুষের মৃত্যু হয়েছিলো তার তুলনায় পাঁচগুণ বেশি মানুষ মারা গিয়েছিলেন স্প্যানিশ ফ্লুতে। এটির প্রথম শিকার হন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা। তারপর ধীরে ধীরে এটি গোটা ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। অন্তত স্প্যানিশ ফ্লুয়ের থেকে কম মারাত্মক করোনা, এমনটাই মনে করছে হু।
আরও পড়ুনঃ তবলীগী জামাতে যোগ দেওয়া বিদেশী নাগরিকদের ‘বলির পাঁঠা’ করা হয়েছেঃ বম্বে হাইকোর্ট
তিনি বলেন যে করোনাভাইরাস ঢেউয়ে আসবে এমন ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। তিনি বলেন যে অনেক মহামারী ভাইরাস শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট মরশুমে আসে। কিন্তু করোনার গতিপথ এখনও সেই দিকে নয় বলেই তিনি জানান।
তবে এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা সংক্রমণ কমার যেন কোনও লক্ষণই দেখা যাচ্ছে না, বরং প্রতিদিনই তা বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার সকালে যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ওই রোগের দ্বারা সংক্রমিত হয়েছে ৬৮ হাজার ৮৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
আরও পড়ুনঃ ৪৪ টি বন্দে ভারত ট্রেন তৈরির গ্লোবাল বরাত বাতিল করল রেল
এখনও পর্যন্ত ভারতে ২৯,০৫,৮২৩ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৮৪৯ জনের। তবে বর্তমানে চিকিৎসা সহায়তায় সুস্থও হয়ে উঠছেন বহু মানুষ। ৭৪ শতাংশ এরও বেশি মানুষ এই রোগ থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ভারতে এই সুস্থতার সংখ্যা হলো ২১,৫৮,৯৪৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, করোনা মহামারীর কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ ভারত। তবে গত ১৭ দিন ধরে দৈনিক কোভিড সংক্রমণের বিচারে বিশ্বের মধ্যে শীর্ষে চলে গেছে এদেশ।
এদেশে এখন ৬,৯২,০২৮ জন সক্রিয় করোনা রোগী রয়েছে। ২০ অগাস্ট দেশে ৮,০৫,৯৮৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে দেশে করোনা পজিটিভিটির হার ৮.৫৪ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584