নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার বনদেবতার পুজো, মূলত এই বনদেবতার পুজো জঙ্গলমহল এলাকায় বেশি লক্ষ্য করা যায়। কথিত আছে যেহেতু জঙ্গলমহল এলাকার অধিকাংশ গ্রাম জঙ্গলের পার্শ্ববর্তী, তাই হিংস্র পশুর থেকে বাঁচতে বনদেবতা পূজার মধ্য দিয়ে হিংস্র পশুর থেকে অনেকটাই রক্ষা পাবে জঙ্গলমহলের মানুষ।
জানা গেছে মকর সংক্রান্তি তিথি ধরেই পূজার্চনা করা হয়, আর এই পুজোকে লক্ষ্য করে নানান জায়গায় বসে নানান ধরনের খেলনা সামগ্রী নিয়ে মেলা। এই সময় পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ জন এসে ভিড় করে জঙ্গলমহল এলাকায়।
তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের দেউলী এলাকায় এই বনদেবতার পুজোকে ঘিরে বসেছে মেলা, আর এই মেলা দেখতে ভিড় জমিয়েছে সাধারন মানুষ। এতেই জমজমাট হয়ে পড়েছে পুরো মেলা চত্বর।
অন্যদিকে গড়বেতা ২ নম্বর ব্লকের কেয়ামাচা এলাকায় এই পুজো ঘিরে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে এলাকাবাসীর মধ্যে। দূরদূরান্ত থেকে মানুষজন এসে পুজো করছে সেই চিত্র ধরা পড়ল।
তবে যাই হোক এই পুজো ঘিরে যে জঙ্গলমহলের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষও উৎসাহে মেতেছে তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584