যশের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে, কী লিখলেন অভিনেতা?

0
119

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টলিউডে সম্পর্কঘটিত আলোচনা সমালোচনায় কাঁপছে নেট দুনিয়া। কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কি, শ্রাবন্তী-রোশন, নুসরত- যশ- নিখিল সাধারণের আজ আলোচনার বিষয়। তাদের মনের উপর কেমন চাপ যায় তাতে থোড়াই কেয়ার।

tolly actor Yash | newsfront.co
ছবিঃ যশের ফেসবুক

ওদিকে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ায় সন্তানের পিতৃত্ব নিয়ে এখনও মুখ খোলেননি নুসরত বা যশ কেউই। কিন্তু নেটিজেন? তারা তো সবই জানে, সবই বুঝে ফেলে। গল্প সাজাতে তারা ওস্তাদ। আলোচনা-সমালোচনায় বহাল আছে তারা। প্রতিদিন গলা ফাটাচ্ছেন সোশ্যালে। যেন নিজেদের বাড়ির কোনও কেস।…

Yash Instagram | newsfront.co
যশের ইনস্টাগ্রাম পোস্ট

এরই মাঝে অভিনেতা যশ নিজের সোশ্যাল মিডিয়ায় এমন এক পোস্ট দিলেন যে নড়েচড়ে বসল নেটিজেন।
যশ নিজের পরিবার নিয়ে লিখেছেন দু’কথা। পরিবারের তাঁর পাশে থাকা বা না থাকার কথা। ইনস্টাগ্রাম পোস্ট ও স্টেটাসে অভিনেতার সঙ্গে তাঁর পরিবারের দ্বন্দ্বের আভাস পাওয়া গেছে। তাহলে কি নুসরতকে ঘিরেই পরিবারের সঙ্গে কোনও বিবাদে জড়িয়েছেন তিনি?

Yash Nusrat | newsfront.co
ছবিঃ যশের ফেসবুক

বুধবার ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন- “আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু পরিবারে যাঁরা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন, তাঁরা কিন্তু ততটা ধোওয়া তুলসী পাতা নন।”

আরও পড়ুনঃ বিনা অনুমতিতে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের হোর্ডিং-এ ছবি ব্যবহারে ক্ষুব্ধ দীপান্বিতা নাথ, অস্বস্তিতে অভিনেত্রী

Yash Dasgupta Instagram | newsfront.co
যশের ইনস্টাগ্রাম

যদিও পরিবারের সঙ্গে যশের এই বিবাদের জল্পনা উস্কে দিয়েছে এদিন দুপুরের যশের একটি ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে পরিবার নিয়ে।অভিনেতা লিখেছেন– “পরিবার হল আমাদের সকলের কাছে সবচেয়ে সুরক্ষিত স্থান, কিন্তু কখনও কখনও এটাই সেই জায়গাতেও পরিণত হয় যা আমাদের সবচেয়ে বেশি মনকষ্ট দেয়।”
অন্য আরেকটি ইনস্টা স্টোরিতে যশের বার্তা- “আমি তাঁরই প্রতি অনুগত, যে আমার অনুগত।”

আরও পড়ুনঃ অপমানের আইনি জবাব শ্রুতির, সাইবার ক্রাইমের দ্বারস্থ টেলি অভিনেত্রী

প্রসঙ্গত, অভিনেতার ব্যক্তিগত জীবন শুরু থেকেই বেশ গোলমেলে একপ্রকার। বউ পেটানোর অভিযোগে এক রাত জেলেও কাটাতে হয়েছে যশকে। দীর্ঘদিন ইন্ডাস্ট্রির এক নামী প্রযোজনা সংস্থার ক্রিয়েটিভ হেডের সঙ্গেও সম্পর্কে ছিলেন যশ। তবে, কখনও সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। এই মুহূর্তে যশ-নুসরতকে নিয়ে যেভাবে কাঁটাছেড়া শুরু হয়েছে তাতে যোগ্য জবাব দিতে হলে কাজই একমাত্র উপায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here