পিয়ালী দাস, বীরভূমঃ
গোপনসুত্রে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ শনিবার রাত্রে নলহাটী জগধারী মোড়ে এক ব্যক্তিকে ব্রাউনসুগার সহ গ্রেপ্তার করে।
নলহাটী থানার ওসি কার্তিক রায় জানান আমারা আমাদের বিশেষ মাধ্যমে খবর পেয়ে ব্রাউনসুগার সহ এক ব্যক্তি কে গ্রেপ্তার করি। ধৃত ব্যাক্তির নাম মনি খান (৩০) বাড়ি নলহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোয়েল পাড়ায়। আজ রবিবার হওয়ায় ধৃত ব্যক্তিকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করেছে নলহাটি থানা।আগামীকাল সিউড়ি জেলা আদালতে ধৃতকে পেশ করে পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানাবে নলহাটি থানা।
ব্রাউনসুগার সহ গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে রামপুরহাটের বিশিষ্ট সমাজসেবী পার্থপ্রতিম গুহ জানান, শুধু নলহাটি নয় রামপুরহাট মহকুমার বেশকিছু জায়গায় ব্রাউনসুগারের নেশায় আসক্ত যুব সমাজ আমারা বিভিন্ন ভাবে সচেতন করে চলেছি ড্রাগের নেশা সর্বনেশা। কিন্ত তাতে খুব একটা কাজ হচ্ছে না। প্রশাসন মাঝে মাঝে কাউকে গ্রেফতার করলেও খুব সক্রিয় নয়। রামপুরহাট সহ বিভিন্ন এলাকায় কিভাবে ব্রাউনসুগারের মতো সর্বনাশা নেশার বস্তু আসছে সেটা প্রশাসনিক ভাবে দেখা উচিৎ। শুধু ব্রাউনসুগার নয় বহু ঔষুধের দোকানে নিষিদ্ধ ঔষুধ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। সেগুলো নেশার কাজে ব্যাবহার করছে তরুন যুবারা। রামপুরহাটের মহকুমা শাসক শ্বেতা আগারওয়াল জানিয়েছেন প্রশাসনের তরফে যুবসমাজকে সচেতন করার জন্য সচেতনমূলক শিবিরের আয়োজন করা হচ্ছে গ্রামে গ্রামে সরকারের তরফে প্রচার করা হচ্ছে ড্রাগের নেশা থেকে যুব সমাজকে মুক্ত করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584