যুব তৃণমূল কর্মীকে গুলি

0
127

হরষিৎ সিং,মালদা :যুব তৃণমূল কর্মীকে গুলি করে সর্বস্য লুট করে পালালো ছিনতাইবাজের দল।ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকার লক্ষনপুর ঝাবরা ৮১ নম্বর জাতীয় সড়কে।জানাগেছে, আক্রান্তের নাম প্রণয় দাস ওরফে বাবাই(৩৬)।পেশায় একজন বেসরকারি সংস্থার মার্কেটিং কর্মী।রাজনৈতিক দিক দিয়ে যুব তৃণমূলের একজন প্রভাবশালী ব্লক কর্মী।জানাগেছে, রাতে ১০ টা নাগাদ সামসি এলাকা থেকে একাই মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন।দেড় লক্ষ টাকা ছিল তার কাছে।সেই সময় হরিশচন্দ্রপুর থানার লক্ষণপুর এলাকায় সর্বস্য লুটের চেষ্টা করে।তবে বাঁধা দিতেই গুলি চালায় ছিনতাইবাজেরা।গুলি লাগে তার কোমরে।তারপরই সমস্ত টাকা নিয়ে পালায় ছিনতাইবাজেরা। গুলিবিদ্ধ বাবাইকে উদ্ধার করে স্থানীয় হরিশচন্দ্রপুর স্বাস্থকেন্দ্র থেকে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে রাত ১১ টা নাগাত মেডিক্যাল কলেজে দেখতে আসেন জেলা তৃনমুল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক বিশ্বজিৎ মন্ডল । গুলি কোমরের ভেতরে থাকার কারণে চিকিৎসকেরা রাতেই কলকাতা স্থানান্তরের নির্দেশ দেন।ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here