নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে কন্টেনমেন্ট জোন গুলিতে জারি হয়েছে লকডাউন। সেই সূত্র ধরে, পশ্চিম মেদিনীপুরের ৩৩ টি কন্টেনমেন্ট জোনের নাম ঘোষণা করে দিল জেলা প্রশাসন।
বুধবার রাতের এই ঘোষণা অনুযায়ী, মেদিনীপুর সদর মহকুমায় ৪ টি, ঘাটাল মহকুমায় ১৫টি ও খড়্গপুর মহকুমায় ১৪ টি কন্টেনমেন্ট জোন আছে। বুধবার রাতে জেলার বেলদা, দাসপুর, খড়্গপুর মিলিয়ে ৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সেই সূত্র ধরে আরো কয়েকটি কন্টেনমেন্ট জোন বাড়তে চলেছে।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় কন্টেনমেন্ট জোনে সচেতনতা প্রচার প্রশাসনের
মেদিনীপুরের সুভাষনগর এলাকার সরকারি আবাসনটিও কন্টেনমেন্ট জোন ঘোষিত হয়েছে বুধবার সন্ধ্যা থেকে। বৃহস্পতিবারের তালিকাতে এগুলি যোগ হবে বলে মনে করা হচ্ছে। আগামী ১২ জুলাই ১২ টি কন্টেনমেন্ট জোনের মেয়াদ পূর্ণ হওয়ার ফলে সেগুলি কন্টেনমেন্ট মুক্ত হবে। তবে ৯ জুলাই থেকে আগামী সাতদিন কন্টেনমেন্ট জোন গুলিতে কড়া নজরদারি চালানো হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584