আবারও ডোমকলে নয়ানজুলিতে পড়ল যাত্রী বোঝাই বাস

0
118

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আবারও বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, নয়ানজুলিতে পড়ল যাত্রী বোঝায় বাস। এবার ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের ডোমকল কলাবাড়িয়া এলাকায়। যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। Bus accident

নয়ানজুলিতে বাস। নিজস্ব চিত্রস্থানীয় সূত্রে জানা যায় যে, ডোমকল থেকে বহরমপুরের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল অরিত্র নামক একটি বেসরকারি বাস। হঠাৎ রাজ্য সড়কের কলাবাড়িয়া মাঠ এলাকায় রাস্তার গর্তে পরে স্টিয়ারিং কেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় যাত্রী বোঝাই ওই বাসটি।

Local people
প্রত্যক্ষদর্শী। নিজস্ব চিত্র

স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে যাত্রীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগায়।

আরও পড়ুনঃ জলঙ্গিতে ঝুলন্ত ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিটে মৃত্যু লরি চালকের

Eye witness
প্রত্যক্ষদর্শী। নিজস্ব চিত্র

স্থানীয়রা জানান, বহরমপুর টু জলঙ্গী রাজ্য সড়কের যে বেহাল দশা যেকোনো মুহূর্তে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গত কয়েক সপ্তাহ আগেই ইসলামপুর ভৈরব ব্রিজে ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাস, সেই সময় বেশ কয়েক জন আহতও হয়। তবুও প্রশাসনের কোনো হেলদল নেই রাস্তা সারাইয়ের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here