মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপির মণ্ডল সভাপতির পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আহত ওই বিজেপি কর্মীর নাম নৃপেন চন্দ্র বর্মা। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা ২০০ নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় বিজেপি কর্মী উপেন দাসের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় আশেপাশের কয়েকটি বুথের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক চলছিল। বৈঠক শেষের কিছুক্ষণ আগে স্থানীয় তৃণমূল কর্মীদের ভাড়া করা দুষ্কৃতিরা উপেন দাসের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয় এবং বিজেপি কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা মারধর করে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বিজেপির মণ্ডল সভাপতি নৃপেন চন্দ্র বর্মাকেও মারধর করে বলে অভিযোগ। দুষ্কৃতিরা তার পা ভেঙ্গে দেয় বলে অভিযোগ। বর্তমানে নৃপেন চন্দ্র বর্মন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ
বিজেপির মণ্ডল সভাপতি নৃপেন চন্দ্র বর্মন জানান, “সন্ধ্যা ছয়টার সময় আমি একা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে উপেন দাসের বাড়িতে সভা করতে যাচ্ছিলাম। সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতি আমাকে রাস্তায় আটক করেন এবং সাইকেল থেকে ফেলে দিয়ে সকলে মিলে মারধর করতে থাকে। আমি পাশের একটি বাড়িতে আশ্রয় নেই। কিন্তু সেখানেও দুষ্কৃতিরা গেলে আমি কোন ক্রমে সেখান থেকে পালিয়ে যাই।”
বিজেপি কর্মী তাপস দাস বলেন, “গতকাল আমাদের একটি সাংগঠনিক বৈঠক ছিল। আশেপাশের বুথের ২০-২৫ জন বিজেপি কর্মীরা বৈঠক করছিলাম। বৈঠক শেষের আগ মুহূর্তে স্থানীয় তৃণমূল নেতাদের বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে আমাদের বৈঠকে হামলা চালায়। জিনিস পত্র ভাঙচুর করা হয়। আমাদের মণ্ডল সভাপতির পা ভেঙ্গে দেওয়া হয়েছে। পুলিশ এসে সব দেখে গিয়েছে। থানায় অভিযোগ জানাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584