নিউজ ফ্রন্টের খবরের জের, বন্যা প্লাবিত সিতানগর গ্রাম পরিদর্শনে এলেন বিডিও সহ ব্লক আধিকারিক

0
80

নিজস্ব সংবাদদাতা ,মুর্শিদাবাদ:

বন্যার জলে প্লাবিত গ্রামের একাংশ। খাওয়া-দাওয়া থেকে শুরু করে বাচ্চা নিয়ে চরম দুর্ভোগে সিতানগর গ্রামের মানুষ। আর তাদের অভিযোগ নিয়েই নিউজ ফ্রন্টের খবরের জেরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিডিওসহ ব্লক আধিকারিক গন।

জলঙ্গী বিধানসভার সাহেবনগর অঞ্চলের সীতানগর,বিশনাম্বর,খাসমহল,চরকাকমারী দক্ষিণ এলাকার প্রায় দুশোটি পরিবার বন্যায় প্লালিত হয়ে সরকারি স্কুলে আশ্রয় নিয়েছে। পদ্মা নদীতে জল বাড়ায় সীমান্তবর্তী গ্রামের ভেতর জল ঢুকে গেছে। এর ফলে সাধারণ মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট, চাষবাসের জমি সহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি স্কুলে থাকা দূর্গত মানুষজন প্রায় অনাহারেই দিন কাটাচ্ছে বলে তারা অভিযোগ করেন। ছেলে মেয়েদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ওই সমস্ত মানুষজন। আর এই খবর তুলে ধরে নিউজ ফ্রন্ট।

খবর পেয়ে জলঙ্গী ব্লকের বিডিও শোভন দাস শিবির পরিদর্শন করেন। এদিন তিনি বন্যা দূর্গতদের পাশে থেকে সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণের আশ্বাস দেন।

গ্রামের মানুষ সাপ, পোকামাকড়ের ভয়ে বাড়িতে থাকতে ভয় পাচ্ছে,হচ্ছে পানীয় জলের সমস্যা । ডোঙায় চেপে অনেক কষ্ট করে দূরদরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। অনেকের কাঁচাবাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

এছাড়াও বাড়িতে থাকা গরু, ছাগল নিয়ে চরম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here