রেকর্ড গড়লেন ঐশ্বর্য! ভারতে প্রথম মহিলা হিসাবে জিতে নিলেন পুরস্কার

0
128

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতের প্রথম মহিলা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হিসেবে ‘ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্যা ইয়ার’ পুরস্কার জিতে নিলেন ঐশ্বর্য শ্রীধর। যিনি ভারতের প্রথম মহিলা ফটোগ্রাফার হিসেবে জিতে নিলেন এই বিরল সম্মান।

Aishwarya Sridhar | newsfront.co
ঐশ্বর্য শ্রীধর

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংস্থার তরফ থেকে ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ডের ৫৬তম বর্ষপূর্তির দিন পুরস্কার প্রাপক হিসেবে ঐশ্বর্য শ্রীধরের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ কলকাতার যুবকের অদম্য লড়াইয়ে অস্ট্রেলিয়াতে চালু বাংলা ভাষায় সরকারি ওয়েবসাইট

বিশ্বের আশিটি দেশ থেকে অন্তত ৫০,০০০ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারকে টেক্কা দিয়ে এই পুরস্কার ছিনিয়ে নিলেন ঐশ্বর্য। অসংখ্য ছবির মধ্যে থেকে সংস্থার তরফে বিচারকরা ১০০টি ছবি চূড়ান্ত করেন। তার মধ্যে থেকেই অমেরুদন্ডী প্রাণীদের আচরণ ক্যামেরাবন্দি করে এই পুরস্কারের জন্য মনোনীত হন ঐশ্বর্য শ্রীধর। তাঁর ছবির নাম ‘ ‘লাইটস অফ প্যাশন’।

আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে এল সাফল্য, নিউজিল্যান্ডে ক্ষমতায় ফিরলেন জেসিন্ডা আরডার্ণ

ঐশ্বর্য শ্রীধর শুধু যে একজন নামকরা ফটোগ্রাফার তা নয়, তিনি একজন লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতাও। অসাধারণ ফটোগ্রাফির জন্য এর আগেও তিনি পুরস্কৃত হয়েছেন। নিউ ইয়র্কে আয়োজিত নবম ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফিল্ম ফেস্টিভালে “কুইন অফ তারু” নামে তাঁর তৈরি ডকুমেন্টারির জন্য পুরস্কৃত হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here