সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর শুটিং শুরু

0
111

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনের কারণে বন্ধ ছিল সিনেমা, সিরিয়ালের শুটিং। জুন মাস থেকে সিরিয়ালের শুটিং শুরু হলেও বন্ধ ছিল সিনেমার শুটিং। তবে, সম্প্রতি সিনেমার শুটিং শুরু করার অনুমতি মেলায় ১৪ জুলাই থেকে শুরু হল পরমব্রত পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর শুটিং।

Shooting spot | newsfront.co

১৭ জুলাই অবধি চলবে দ্বিতীয় দফার শুটিং। লকডাউনের আগে খানিকটা কাজ সেরে ফেলা হয় বলে জানা গিয়েছে। কিংবদন্তি অভিনেতার বায়োপিক তৈরির কথা তাঁর জন্মদিনেই সকলের সামনে আনেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

Jishu Sengupta | newsfront.co

এদিন দ্বিতীয় দফার শুটিঙে করোনার ভয় পিছনে ফেলে শট দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার। যুবক সৌমিত্রর ভূমিকায় থাকবেন যিশু সেনগুপ্ত। প্রৌঢ় সৌমিত্রের ভূমিকায় অভিনেতা স্বয়ং। উত্তম-সুচিত্রার ভূমিকায় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং পাওলি দাম।

Parambrata Chattarjee | newsfront.co

আরও পড়ুনঃ লকডাউনে ‘কোলাজ’- এর নতুন গান ‘চল যাই’

সত্যজিৎ রায়ের ভূমিকায় পরিচালক কিউ। চিত্রনাট্য সাজাচ্ছেন পদ্মনাভ দাশগুপ্ত। অভিনেতার ষাট বছরের দীর্ঘ অভিনয়জীবনে রয়েছে ৩০০টিরও বেশি ছবি। এই লম্বা কেরিয়ারগ্রাফে কম ঘটনার সম্মুখীন হননি তিনি। ইন্ডাস্ট্রির অনেক অজানা দিক উঠে আসবে ছবিতে।

shooting | newsfront.co

আরও পড়ুনঃ মানস বসুর শর্ট ফিল্ম ‘1.4GB’ দেখানো হবে টরন্টোতে

শুটিং হয়েছে যোধপুর পার্ক এবং তপন থিয়েটারের মতো লোকেশনগুলিতে।অগাস্টের শুরুতেই শুটিঙের কাজ গুটিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। সপ্তাহে তিনদিন করে হবে শুটিং।এদিন সকলকেই মাস্ক পরে দূরত্ব মেনে কাজ করতে দেখা গিয়েছে। ছবির প্রযোজনায় ‘রতন শ্রী নির্মাণ’ ও ‘রোড শো ফিল্মস প্রাইভেট লিমিটেড’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here