নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন কেটে গেলেই রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচন সময়মত করার দাবি তুললো বিজেপি। এই দাবি নিয়ে উত্তর দিনাজপুরের জেলাশাসক ও জেলা সমবায় সমিতির জেলা আধিকারিকের কাছে লিখিত আবেদন জানিয়েছে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবি, ব্যাংকের পাঁচ বছরের পরিচালন কমিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১০ অক্টোবরে। সমবায় নিয়মানুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পরিচালন কমিটি নির্বাচিত হওয়ার কথা। প্রশাসনের কাছে বিজেপির দাবি, পরিচালন কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পরিচালন কমিটি গঠনের বিষয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হোক।
আরও পড়ুনঃ শাড়ি বুননের মজুরি কম, প্রতিবাদে লাল ঝান্ডা হাতে মিছিল শ্রমিকদের
পরিচালন কমিটির নির্বাচন দাবি নিয়ে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান রতন চৌধুরী বলেন, “সব কিছু না জেনে বিজেপি ভুলভাল কথা বলছে। ব্যাংকের পরিচালন কমিটির মেয়াদ শেষের আগে নতুন পরিচালন কমিটি গঠনের ভোট প্রক্রিয়ার জন্য নিয়মমত প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতির জন্য যদি এ মুহূর্তে ভোট করা না যায়, তাহলে প্রশাসনিক বোর্ড গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584