বিদ্যালয়ের তালা ভেঙে আসবাবপত্রসহ ভর্তি ফি’র টাকা চুরি

0
84

হরষিত সিংহ,মালদহঃ

বিদ্যালয়ের তালা ভেঙে ছাত্র ভর্তির নগদ প্রায় বাইশ হাজার টাকা সহ বেশ কিছু আসবাবপত্র চুরি করে পালাল দুষ্কৃতিরা। শুক্রবার সকালে চুরির ঘটনা প্রকাশ্য আসতেই তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।

ছবিঃঅভিষেক দাস

মালদহের বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকায় আবস্থিত চামা গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিনের মত শুক্রবার সকাল দশটা নাগাদ বিদ্যালয়ের তালা খুলতে আসেন এক কর্মী। সদর গেট সহ বেশ কিছু ক্লাস রুমের তালা খোলার পর তিনি লক্ষ করেন বিদ্যালয়ের আফিস ঘরের তাল ভাঙা আবস্থায় পড়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় প্রাঙ্গনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনান্য শিক্ষাকর্মীরা আফিস ঘরের ভিতরে গিয়ে দেখেন লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে গোটা ঘর। আফিসের প্রায় সাতটি আলমারির তালা ভাঙা।বৈষ্ণবনগর থানায় খবর দিলে ছুটে আসে পুলিশ।

ছবিঃঅভিষেক দাস

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ সরকার বলেন,বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ভর্তি চলছে। বৃহস্পতিবার ছাত্র ভর্তির প্রায় ২২ হাজার টাকা মজুত ছিল একটি আলমারিতে। সেই টাকা সমেত বেশ কিছু আসবাসপত্র ও নথি চুরি করে পালিয়েছে দুষ্কৃতিরা। এদিন দুষ্কৃতিরা কম্পিউটার ঘরের তালা ভাঙার চেষ্টা করে। কিন্তু তাদের প্রচেষ্টা বিফল হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here