নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগামী ২৫ মে , সকাল ১১ টায় ভবানী ভবনে অর্থনৈতিক অপরাধ তদন্তকারী বিভাগে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
ভাটপাড়া সমবায় ব্যাংক সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে ফের তলব করলো সিআইডি। অভিযোগ, সাংসদের ঘনিষ্ঠরা ওই সমবায় ব্যাংকে বিপুল আর্থিক দুর্নীতিতে জড়িত এবং সেসময় ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অর্জুন সিং।
West Bengal CID serves notice to BJP MP Arjun Singh over a matter under Prevention of Corruption Act, asking him to appear before them in Kolkata on 25th May.
(File photo) pic.twitter.com/C6oQsyc5KU
— ANI (@ANI) May 20, 2021
কয়েক কোটি টাকা তছরূপের এই মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে সিআইডি। ওই সময় যেহেতু অর্জুন সিং ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অতএব তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা খুবই প্রয়োজন সিআইডির। এই কারণেই ২৫ মে, সকাল ১১ টায় সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে অর্থনৈতিক অপরাধ তদন্তকারী দপ্তরে সাংসদকে সশরীরে হাজির হওয়ার নোটিশ পাঠায় সিআইডি।
আরও পড়ুনঃ রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ, মামলা দায়ের হেয়ার স্ট্রিট থানায়
সিআইডি আধিকারিকরা বৃহস্পতিবার সন্ধ্যায় সাংসদের বাড়িতে যান তাঁকে নোটিশ পৌঁছতে, তবে জানা গিয়েছে ওই সময় বাড়িতে ছিলেন না অর্জুন এবং তাঁর বাড়ির কেউই রাজি হননি ওই নোটিশের প্রাপ্তি স্বীকার করতে। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর সাংসদের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে ফিরে যান সিআইডি আধিকারিকরা।
আরও পড়ুনঃ কর্নাটকে করোনায় মৃত্যুর হারে ২০ থেকে ৪৯ বছর বয়সিরাই বেশি
অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৩, ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ও ১২০(বি) ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩ ধারায় মামলা রুজু হয়েছে। এখন দেখার আগামী ২৫ মে সাংসদ ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য সশরীরে হাজির হন কিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584