শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
ফের করোনার থাবা বসাল কুমারগঞ্জে। এদিন কুমারগঞ্জের বটুন গ্রাম পঞ্চায়েতের আবইল গ্রামে এক হরিয়ানা ফেরত শ্রমিকের শরীরে হদিশ মিলল করোনার।
এনিয়ে দক্ষিণ দিনাজপুরে এখন পর্যন্ত মোট ৪৩ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে। ওই ব্যক্তিকে হোম কোয়ারিন্টিনে রেখে চিকিৎসা করানো হচ্ছে। তার প্রত্যক্ষ সংস্পর্শে থাকা ৬ জন ও অপ্রত্যক্ষ সংস্পর্শে থাকা মানুষদেরও ফেসিলিটি কোয়ারিন্টিনে আনা হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ বুদবুদে রেশন কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
মালদা মেডিক্যাল কলেজে নমুনা পাঠানো হলে লালা রসের পরীক্ষার ফল পজিটিভ আসে। এখনও সরকারিভাবে জেলা প্রশাসন বা স্বাস্থ্যকর্তাদের তরফ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
জেলায় মোট আক্রান্ত ৪৩ জনের মধ্যে আগেই ২২ জনকে ছাড়া হয়েছিল। এদিন ছাড়া হয় ১৩ জনকে। হোম কোয়ারিন্টিনে রেখে চিকিৎসা চলছে ৫ জনের। কোভিড হাসপাতালে রয়েছেন মাত্র তিনজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584