ধৃতরাষ্ট্র প্রশাসন,বেহাল দশা মোহনপুর কংসাবতী বাস ব্রীজের

0
177

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Dangerous Condition of Kangsabati Bus Bridge
জরাজীর্ণ। নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু ইংরেজ আমলের তৈরি নিদর্শনের মধ্যে অন্যতম হলো কাঁসাই নদীর উপরে তৈরি অতি গুরুত্বপুর্ন মোহনপুর কংসাবতী বাস ব্রীজ। এই ব্রীজের ফলে যোগাযোগ স্থাপন হয়েছে একদিকে যেমন আসানসোল রানীগঞ্জ বর্ধমানের।তেমনি অন্যদিকে কোলকাতা, মুম্বাই,ওড়িশা।কিন্তু সংশ্লিষ্ট দফতরের উদাসীনতার ফলে এই ব্রীজের অবস্থা ক্রমশই জরাজীর্ন হওয়ার পথে।ব্রিজের উপরে পিচ ঢেলে রাস্তা তৈরি হলেও ব্রীজের ভেতরের অবস্থা যে খুব একটা ভালো নেই,তাই মনে করছে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াতকারী যানবাহন চালক থেকে নিত্যযাত্রীরা।কিছু বাস চালকদের কথায়, কোনো ভারী যানবাহন গেলে ব্রীজটি দুলতে থাকে।ইতিমধ্যেই ব্রিজের গায়ের ঢালাই এর চাকলা উঠতে শুরু করেছে।মাঝে মধ্যেই তা ছেড়ে ছেড়ে পড়ে। ব্রিজের তলার অংশে বিভিন্ন জায়গায় রড বেরিয়ে পড়েছে। ব্রিজের উপর রাস্তার মধ্যেও তৈরি হয়েছে গর্ত।ফলে ব্রীজটি রক্ষনাবেক্ষন ও মেরামত না করা হলে যে কোন দিনই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও মেদিনীপুর ও খড়্গপুরের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বাস ব্রীজ। ফলে এই ব্রীজের গুরুত্ব কিন্তু অনেক বেশি। অন্যদিকে নিত্যযাত্রীদের বক্তব্য, তারা এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই এই ব্রিজের উপর দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করছে।কারন প্রশাসন এই ব্রীজটি মেরামতের ব্যাপারে সম্পূর্ন উদাসীন।চারিদিকে এত বড়োবড়ো দুর্ঘটনা সত্ত্বেও প্রশাসনের ভূমিকা ধৃতরাষ্ট্রের মতো।

আরো পড়ুনঃ এক মাসের জন্য প্রয়োজন তাই লিখে রেখে ফোন চুরি ভাতারে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here