সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ
ডোমকল মহকুমা বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হতে চলেছে কয়েক মাসের মধ্যেই। আদালতের কাজকর্ম শুরু হতে চলেছে ডোমকল আদালতেই। আদালত ভবনে কাজকর্ম চালু হওয়ার আগে গত বৃহস্পতিবার ভবন পরিদর্শনে এসেছিলেন জেলা জজ ইন্দ্রনীল অধিকারী সহ একটি দল।
জেলা জজ ইন্দ্রনীল অধিকারী বলেন দীর্ঘদিনের দাবিপুরণের জন্য আমরা হাইকোর্টে জানাই তার পরে রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডোমকলে আদালত বিল্ডিং-এর কাজ শুরু হয়। কাজ প্রায় শেষ হয়ে এসেছে,খুব তাড়াতাড়ি মহকুমা বাসীর আশাপূরণ হবে।এত দিন তাঁদের বহরমপুর ছুটতে হত আদালতের কাজ করতে, এখন থেকে বাড়ির কাছে এই আদালতেই সেসব কাজ করতে পারবেন তাঁরা।
আরও পড়ুনঃ বিজেপি কার্যালয়ে সিকিউরিটি গার্ড হিসেবে অগ্রাধিকার অগ্নিবীরদেরঃ কৈলাস বিজয়বর্গীয়
রবিবার বিকেলে ডোমকল বিধান সভার বিধায়ক তথা পৌরসভার প্রশাসক জাফিকুল ইসলাম একটি পরিদর্শক দল নিয়ে আদালতের কাজ ও এলাকার রাস্তা, রাস্তার পাশের জল নিকাশি ব্যবস্থা সহ দুই পাশের ডবল রাস্তা, উচ্চবাতি স্তম্ভ সহ সমস্ত কাজ দ্রুততার সঙ্গে শেষ করার জন্য নিজে সরোজমিনে খতিয়ে দেখলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584