সালারে সম্প্রীতির ম্যারাথন DYFI-এর উদ্যোগে

0
54

কবির হোসেন , মুর্শিদাবাদঃ

ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্মেলন কে সামনে রেখে সালার হাই স্কুল থেকে কাঁদরা পর্যন্ত সম্প্রীতি ম্যারাথন দৌড়ের আয়োজন করে সালার ডি ওয়াই এফ আই লোকাল কমিটি। এদিনের মারাথনের  প্রায় ৫০ জন প্রতিযোগী যোগদান করেন। ডিওয়াইএফআই সর্বভারতীয় ১১ তম‌‌‌‌‌  সম্মেলন কে সফল‌ করার লক্ষ্যে সম্প্রীতির ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে।

dyfi friendly  marathon
নিজস্ব চিত্র

‌‌এই ম্যারাথনে পতাকা দেখিয়ে দৌড়ের সূচনা করেন প্রাক্তন যুব নেতা কমরেড জাহাঙ্গীর শেখএদিনের ম্যারাথন দৌড়ে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক হাসিরুল ইসলাম ‌‌‌ সভাপতিত্ব করেন লোকাল সভাপতি কমরেড হাসমত সেখ আরও  অন্যান্য লোকাল নেতৃত্ব। এই ম্যারাথনকে কেন্দ্র করে  রাস্তার দুধারে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম দ্বিতীয় তৃতীয় সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here