পিয়ালী দাস, বীরভূমঃ
করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ পরিবার সূত্রের খবর অনুযায়ী শনিবার রাতে বাথরুমে পড়ে যান তিনি ৷ মাথায় ও ডান হাতে গুরুতর চোট পান, ডাক্তারের পরামর্শে তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতালেই তাঁর প্রথমে করোনা পরীক্ষা হয়।
পরীক্ষায় করোনা পজেটিভ আসে কিন্তু কোন উপসর্গ দেখা যায়নি তাঁর প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক পরীক্ষার পরে ডাক্তাররা জানায় মাথার পেছনে তিনি চোট পেয়েছেন তার জন্য অস্ত্রোপচার করতে হবে ৷ রবিবার বিকেল থেকে সেই অস্ত্রোপচার শুরু হয়েছিল প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেই অস্ত্রোপচার চলে ৷ একটু সুস্থ হলে দ্বিতীয়বারের জন্য তার করোনা পরীক্ষা করা হবে।
আরও পড়ুনঃ কোচবিহারে নতুন করে করোনা আক্রান্ত ৪১
ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত শারীরিক সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন দেশের বরিষ্ঠ রাজনৈতিক নেতারা। বীরভূমের গর্ব তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুর্ঘটনার খবর আসার পরে তার গ্রাম মিরিটী তে নেমে এসেছে মন খারাপের ছায়া।
বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি সঞ্জয় অধিকারী জানিয়েছেন, “প্রণব বাবু ভারতবর্ষের রাজনীতির চাণক্য ,সফল অর্থমন্ত্রী, সফল রাষ্ট্রপতি ,সব থেকে বড় ব্যাপার সমস্ত রাজনৈতিক দলের জাতীয় নেতৃত্ব প্রণব মুখোপাধ্যায় কে আমি পিতৃ সম সম্মান করি ৷ ” বীরভূম জেলা কংগ্রেসের তরফ থেকে দ্রুত সুস্থতা কামনা করে ইতিমধ্যে কংগ্রেস কর্মীরা মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584