নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দেখতে দেখতে ৭৩ টি বছর অতিক্রান্ত ভারতের স্বাধীনতা দিবসের। আমরা সত্যিই কতটা স্বাধীন বা পরাধীন তা নিয়ে প্রশ্ন তোলার সময়ে এটা নয়। কিন্তু ১৫ অগাস্ট অর্থাৎ শনিবার স্বাধীনতা দিবসে স্টার জলসার ‘রান্মাবান্না’তে কী ঘটতে চলেছে তা তো আমরা জানতেই পারি। তা হলে পড়ুন।
১৫ অগাস্ট ‘রান্নাবান্না’তে হাজির থাকবেন পূর্ব কলিকাতা গান্ধী স্মারক সমিতির সেক্রেটারি পাঁপড়ি সরকার। তিনি রাঁধবেন এবং গল্প বলবেন মহাত্মার। ইতিহাস এবং আধুনিক রান্নার মিশেলে জমবে ‘রান্নাবান্না’র আসর।
গান্ধী ভবনের আগে নাম ছিল ‘হায়দারি মঞ্জিল’। পরে নাম বদলে হয় ‘গান্ধী ভবন’।এই বাড়িতেই স্বাধীনতার রাত কাটিয়েছেন মহাত্মা। সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গেও জড়িয়ে আছে এই বাড়ির অস্তিত্ব।
আরও পড়ুনঃ ‘কালচার ও কোভিড’ শীর্ষক আলোচনায় অনিরুদ্ধ, অনিন্দ্যরা
ইতিহাস কথা বলে গান্ধী ভবনের কোণায় কোণায়। তারই গল্প থাকবে ১৫ অগাস্টের পর্বে। ১৫ অগাস্ট বিকেল ৪ টেয় দেখতে ভুলবেন না ‘রান্নাবান্না’ স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584