পিয়ালী দাস,বীরভূমঃ
প্রায় আট ঘণ্টা প্ল্যাটফর্মে পড়ে রইল এক ভিক্ষুকের মৃতদেহ।দেখেও তুলল না কেউ। এমনই অমানবিক ছবি দেখা গেল বীরভূমের মুরারই রেল স্টেশনে।আজ ভোর পাঁচটা নাগাদ কয়েকজন যুবক ট্রেন ধরতে প্ল্যাটফর্মে এলে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন।তাঁরাই স্টেশন ম্যানেজারকে খবর দেন কিন্তু তারপরও দীর্ঘক্ষণ পরে ছিল ওই দেহ।অবশেষে বেলা ১১টার পর সাইঁথিয়া থেকে জি.আর.পি এসে মৃতদেহ উদ্ধার করে।দেহটি রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়সূত্রে খবর, ওই ভিক্ষুক স্টেশন চত্বরেই ঘোরা ফেরা করতেন।তাঁদের অনুমান,সম্ভবত হৃৎপিন্ডজনিত কোনও অসুস্থায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন।অতিরিক্ত কাশির জন্য মুখ দিয়ে রক্তক্ষরণ হয়।তারপর মৃত্যু হয়।যাত্রী সাধারনের অভিযোগ,প্রায় ৮ ঘণ্টা কেটে গেলেও রক্তাক্ত মৃতদেহ পরে থাকে প্ল্যাটফর্মের উপর।মৃতদেহটি তুলে পাশে রেখে সাফাই কর্মী দিয়ে রক্ত পরিষ্কার করতে পারত জি.আর.পি কিন্তু অপেক্ষা করা হল সাইঁথিয়ার জি.আর.পি-র আধিকারিকদের জন্য। এবিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ রিপন জানান, “আমি ভোরে টিউশন যাব বলে স্টেশনে এসে দেখি ভিখারিটির মৃত্যু হয়েছে।স্টেশনমাষ্টারকে খবর দিই।” কিন্তু এরপরও কেউ সেই দেহ উদ্ধারে এগিয়ে যায়নি।এভাবে মৃতদেহ পড়ে থাকার মতো অমানবিকতায় ক্ষোভ স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584