নিজস্ব সংবাদদাতা, জীবন্তি, কান্দী মুর্শিদাবাদ:-
কান্দির অন্তগর্ত মহলন্দী দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনার (ঘরের) টাকা আত্মসাৎ থেকে একশো দিনের কাজের দূর্নীতি ফাঁস করেছিলেন বিশিষ্ট সাংবাদিক জৈদুল সেখ। তারই রোষে আক্রমন।
উল্লেখ্য গত 18 জানুয়ারি মহলন্দী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা বসেছিল তাতে এলাকায় মানুষের ক্ষোভ উগরে দেয়। বিধবা ভাতা, একশো দিন, ঘরের টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ভিডিও সহ তুলে ধরে খবর করেন সেই সাংবাদিক।
গত কাল 22 তারিখ সকাল 11টার সময় জৈদুল সেখ চায়ের দোকান চা খাওয়ার সময় সেখান থেকে ‘কথা আছে’ বলে ডেকে নিয়ে যায় জীবন্তি মাছের বাজার বাহাদুর সেখের দোকানে। সেখানে ঢুকিয়ে প্রধান হাসান মন্ডল তার গুন্ডা বাহিনী ইয়ার আলী ও শেরাজুল সেখ আচমকা মারতে থাকে। তাতে মাথা, আঙুলে, চোট লাগে। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচে।
কান্দী থানায় অভিযোগ জানানো হয়েছে, কান্দী থানার আই সি এ ব্যাপারে বলেন “অভিযোগ পেয়েছে, তদন্ত চলছে”।
কিন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে। গণতন্ত্রের উপর আক্রমণ অনবরত নেমেই যাচ্ছে, প্রশাসন এখনো নির্বিকার!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584