নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মান্দার গ্রামে মান্দার নবীন প্রবীণ শ্যামাপূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কালীপূজা। পাশাপাশি গ্রামের কচিকাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা ।
বিগত ১১ বছর ধরে ক্লাবের উদ্যোগে এই কালীপূজো চলছে। অন্যান্য বছরগুলোতে তাঁরা বিভিন্ন ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করলেও গত ২ বছর ধরে করোনার কারণে অনেক অনুষ্ঠান কর্মসূচি বর্জন করতে হয়েছে তাঁদের। তবুও গ্রামবাসীদের আনন্দ দিতে স্বরলিপি সংগীত একাডেমির কচিকাঁচাদের নিয়ে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
আরও পড়ুনঃ মহারাষ্ট্র থেকে বাংলাদেশ ‘সদভবনা সাইকেল যাত্রা’
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরলিপি সংগীত একাডেমির কর্ণধার সমাজসেবী সাংস্কৃতিক প্রেমী প্রাক্তন বিএল আরও প্রদীপ কুমার মাইতি, পশু চিকিৎসক উৎপল দাস , মান্দার নবীন প্রবীণ শ্যামাপুজো কমিটির প্রেসিডেন্ট সুকুমার প্রধান, এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ । অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে প্রদীপ কুমার মাইতিকে বিশেষ ধন্যবাদ জানানো হয় এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584