নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুধু জেলাই নয় বিভিন্ন প্রান্তের পর্যটকরা বড় দিন থেকে নতুন বছরের আগমনের আনন্দে মেতে উঠেছেন।বিভিন্ন প্রান্তের পর্যটনরা পিকনিকের আয়োজনে মধ্যে দিয়ে নতুন বছর কে স্বাগতম জানাচ্ছেন। উল্লেখ্য ‘বড়দিন উপলক্ষে শুরু হয়েছে কুঞ্জনগর ইকোপার্কে বহির্বিভাগে গিয়ে দেখা মিলছে বিভিন্ন প্রান্তের পর্যটনরা পিকনিকের আয়োজন নিয়ে ব্যস্ত।’ এখানে শুধু আলিপুরদুয়ার জেলা নয় কোচবিহার জেলা ও জলপাইগুড়ি জেলার পর্যটক ছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান ও ভিন্ন রাজ্য আসাম থেকেও এসেছে বহু পর্যটক। দূরদূরান্ত থেকে যারা এসেছে তাদের একটাই অভিযোগ ছিল, এই পর্যটন কেন্দ্রে অন্তঃবিভাগে কোন জীবজন্তু দেখতে পায়নি তারা।তারা অনেকেই জানান, অনেক আশা করে এসেছিলেন এখানে ,তারা এসে বিভিন্ন জীবজন্তু দেখতে না পেরে মন খারাপ করে বহির্বিভাগে পিকনিকের আয়োজন করে পিকনিক সেরে চলে যান।ভূটান থেকে অঞ্জু সিনহী তার স্বপরিবার নিয়ে এসেছিলেন অনেক আশা নিয়ে,ভূটান থেকে এসে তিনি জানান ভেবেছিলাম এই কুঞ্জনগর অন্তঃবিভাগে জীবজন্তু দেখতে পাব কিন্তু সেটা ভাগ্যে জুটলো না।
আরও পড়ুন: বিবেকের মননে ধাক্কা দেয় ‘অ্যাঙজাইটি’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584